Motorcycle Accident

পুরুলিয়ায় বাইক দুর্ঘটনা, প্রাণ গেল ২ ব্যক্তির

জেলা

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো বাইক আরোহী দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের দামদা এলাকায়। মৃত দুই ব্যক্তির নাম সত্যজিৎ গরাই (১৭) এবং মন্টু গরাই (২৭) । বাড়ি টামনা থানার ডুড়কু গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়,  একটি মোটরসাইকেলে  চেপে ওই দুই জন পুরুলিয়া - জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দামদা এলাকায় একটি লরির সঙ্গে ধাক্কা লাগলে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। টামনা থানার পুলিশ গুরুতর জখন অবস্থায় দুইজনকে উদ্ধার করে নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন