MEA Press Conference

মিথ্যা প্রচার চালাচ্ছে পাকিস্তান : বিদেশ সচিব

জাতীয়

শুক্রবার রাত হতেই উত্তর পশ্চিম সীমান্ত বরাবর একাধিক এলাকায় ফের হামলা চালায় পাকিস্তান। বারামুলা থেকে ভূজ, অন্তত ২৬টি জায়গায় পাক সেনারা ড্রোন মারফৎ সামরিক এলাকা ছাড়াও অসামরিক এলাকাতে হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা এর উপযুক্ত ও দায়িত্বশীল জবাব দিয়েছে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিদেশ সচিব। এদিনের সাংবাদিক সম্মেলনে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানালেন, আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি, যুদ্ধবিমান দিয়ে ২৬ জায়গায় হামলার চেষ্টা করেছে পাকিস্তান। বেশিরভাগ জায়গায় তা প্রতিহত করেছে ভারত। শুধুমাত্র সেনাছাউনি বা বিমানঘাঁটি নয়, নিশানা করা হয়েছে স্কুল, হাসপাতালের মতো অসামরিক নির্মাণকেও। উধমপুর, পাঠানকোট, ভাতিন্ডায় কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন। পাকিস্তানের হামলায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। হামলায় এডিডিসি রাজ কুমার থাপার মৃত্যু হয়েছে। সেনা জানিয়েছে অবন্তীপোরা, শ্রীনগর, উধমপুরে বায়ুসেনা চিকিৎসা কেন্দ্র ও স্কুলকে নিশানা করেছে পাকিস্তানের সেনা। অস্ত্রভাণ্ডারে আঘাত করার চেষ্টা হচ্ছে বলেও এদিন জানানো হয় সেনার তরফে। পাকিস্তানের হামলার জবাব দ্রুত দিয়েছে ভারত এমনটাই জানানো হয়েছে সেনার তরফে। পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। কর্নেল সুফিয়া কুরেশি জানান, ভারতীয় বিমানঘাঁটিগুলিকে নিশানা করছিল পাকিস্তান। দ্রুত যোগ্য জবাব দেয় ভারত। পাকিস্তানের টেকনিক্যাল ইনস্টলেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রাডার এবং সেনার অস্ত্রাগারকে টার্গেট করা হয়। পাক সেনাঘাঁটি রাফিকুই, মুরিদ, চকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানে আকাশপথে পরিমিত অস্ত্র এবং যুদ্ধবিমানে হামলা করা হয়। শিয়ালকোটের বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।
সরকারি সূত্র জানিয়েছে গতকাল রাতে বারামুলা ছাড়াও শ্রীনগর, অবন্তিপুরা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, জয়সলমীর, বারমের, ভূজে ড্রোন হামলা চালিয়েছিল। কিন্তু তা আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে । তবে, ফিরোজপুরে একটি ড্রোন স্থানীয় একটি বাড়িতে গিয়ে পড়লে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। শ্রীনগরে একাধিক মসজিদ থেকে মাইকে স্থানীয়দের ঘরে থাকার সতর্কবার্তা ঘোষণা করা হয়। জম্মু, জয়সলমীর, ভুজেও বহু মন্দির থেকেও সর্তকবার্তা দেওয়া হয়। 
এদিন সকাল ৬টা নাগাদ জম্মুর একটি মন্দিরের কাছে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই ড্রোন ধ্বংস করে দেওয়া হলেও কাছে থাকা একটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্মুর কাছে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা এই অভিযান চালিয়েছিল বলে তারা জানিয়েছে।
শনিবার ভোরে শ্রীনগরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জানা গেছে যে গত রাতে এবং আজ সকালে শ্রীনগর বিমানবন্দর, অবন্তীপোরা বিমানঘাঁটি, নাগরোটা, জম্মু, পাঠানকোট, ফাজিলকা এবং জয়সলমীরে হামলা চালানো হয়েছে। কোনও ভারতীয় সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
পাকিস্তানও রাতভর সীমান্তে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। কুপওয়ারায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিশ্চিত করেছেন যে, তাঁর বাড়িতে গোলাবর্ষণে তিনি মারা গেছেন।
শনিবার ভোরে পাকিস্তানে বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে যে, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, চাকওয়ালের মুরিদ বায়ুসেনা ঘাঁটি ঘাঁটি এবং শোরকোটের রফিকি বায়ুসেনা ঘাঁটি সহ তিনটি বিমান ঘটিতে হামলা চালিয়েছে ভারত। 
বিদেশ সচিব এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ভুল তথ্য ব্যবহার করে ভারতে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানি সেনা ‘‘হাস্যকর দাবি’’ করেছেন যে ভারতীয় ক্ষেপণাস্ত্র আফগানিস্তানে আঘাত করেছ। দিল্লিতে সাংবাদিকদের বিদেশ সচিব বিক্রম মিসরি বলেন, ভারতের কোনও মিসাইল আফগানিস্তানে আছড়ে পড়েনি। পাকিস্তানি সেনা অমৃতসরের দিকে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে ভুয়া খবরও ছড়িয়েছে। বিদেশ সচিব বলেন, পাকিস্তান সম্প্রদায়ের মধ্যে মতভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। মিথ্যে অপপ্রচার করছে, তাতে কান দেবেন না। পাকিস্তান সেনা নিরীহ নাগরিক ও নাগরিক নির্মাণকে বেছে বেছে টার্গেট করছে। 

Comments :0

Login to leave a comment