সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে অধ্যাপককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পাঠালো ইটাহার থানার পুলিশ। অভিযুক্তের নাম জোসেফ সোরেন। বাড়ি হরিরামপুর থানার দানগ্রাম গ্রামে। ধৃত অধ্যাপক বর্তমানে হুগলি খানাকুল রাজা রামমোহন রায় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক।
জানা গেছে প্রাথমিক শিক্ষক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত ওই অধ্যাপক। ইটাহার ব্লকের পোরষা গ্রামের বাসিন্দা আরজাউল হক পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ তাঁর স্ত্রী ও শালককে প্রাথমিক শিক্ষক ও গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৪৫ লক্ষ টাকা হাতিয়েছেন। কোভিডের সময় টাকা দিয়েছেন এখনও কেউ কোন চাকরির পাননি। চাকরি না পেয়ে প্রতারিতরা টাকা ফেরত চেয়েছেন একাধিকবার। বাধ্য হয়ে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায় করে প্রতারিত আরজাউল হক। সোমবার ইটাহার থানার পুলিশ রায়গঞ্জ জেলা আদালত চত্বর থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে ইটাহার থানায় নিয়ে আসে। মঙ্গলবার নির্দিষ্ট ধারায় মামলা করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠালেও অভিযুক্তকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। শাসকদলের নেতা, মন্ত্রীদের নামে টাকা তুললেও ভয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত জোসেফ সোরেন।
Job Scam
চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাত, গ্রেপ্তার অধ্যাপক

×
Comments :0