Weather

দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ, শীতের আগমনে বাধা

রাজ্য কলকাতা

শীতের অনুভূতি হলেও উত্তরের হাওয়া থমকে রয়েছে। শেষ কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে। শীতের মরসুমে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরী হয়েছে। মূলত এই কারণেই শীতের আগমনে বাধা পড়েছে। নভেম্বরের শেষের ক'টা দিন শীত স্বমহিমায় বিরাজ করবে না বঙ্গে ৷

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরী যায়। যা রবিবার সকালে ওই এলাকায় একটি সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সুনির্দিষ্ট নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উপরে বিস্তৃত ছিল। সোমবার এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে, পরবর্তী ৪৮ ঘন্টায় এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে আপাতত তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিঙ ও কালিংপঙ'র কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলা গুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। 
 

Comments :0

Login to leave a comment