উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার ও শনিবার রাজ্যের সব জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের সাথে থাকবে ঝড়ো হাওয়া দাপট। অনুমান করা হচ্ছে ঘন্টায় হওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। শুক্রবার ও শনিবার একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমান। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ঘরেই। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দার্জিলিঙ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Comments :0