তাজা বোমা উদ্ধার নদিয়ার চাপড়া থানার পুকুরিয়া গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। রবিবার পুলিশ গোপন সূত্রে খবর পায় চাপড়া থানার অন্তর্গত পুকুরিয়া গ্রামে জনৈক সোনা শেখের বাড়ির পিছনে অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে কিছু বোমা মজুত করা হয়েছে। খবরের সত্যতা যাচাই করতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। খতিয়ে দেখা হয় গোটা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পিছনে অভিযান চলাকালীন পুলিশ মোট ৬টি দেশি তাজা বোমা উদ্ধার করতে করে। বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা প্রাথমিক অনুসন্ধান চালিয়ে প্রমাণ সংগ্রহ করেন। চাপড়া থানায় মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়। এই ঘটনার পেছনে কারা জড়িত, বোমাগুলোর উদ্দেশ্য কী ছিল এবং কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়। চাপড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Bomb Recovered
তাজা বোমা উদ্ধার নদিয়ার চাপড়ায়
×
Comments :0