শনিবার সকালে হাওড়ায় বেলুড়ের ঠাকুরন পুকুর এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিন সকালে স্থানীয় কিছু মানুষ প্রাত:ভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারের একটি গাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ। তারাই ছেলেকে খবর দিতে গিয়ে দেখে ছেলের দেহও ঝুলছে। পুলিশ জানিয়েছে মৃতেদর নাম সুভাষ পাল(৭৫) অজিত পাল(৩৮)। সম্পর্কে দুজনে বাবা ও চেলে। ছেলে অজিত একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বাবা কিছু করতেন না অসুস্থ ছিলেন। স্ত্রী বছর খানেক আগে মারা গিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,‘‘ বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। ছেলে বেসরকারি সংস্থায় কাজ করতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। মা মারা জাবার পর ছিল বাবা ও ছেলের সংসার। শুক্রবার রাতে ছেলে বাবাকে বলে খাওয়ার জন্য। বাবা বলেন আমি খাবো না, তুই খেয়ে নে। ছেলে বলে আমিও খাবো না। এই নিয়ে দুজনের মধ্য শুরু হয় কথা কাটাকাটি। প্রায় অনেকরাত প্রর্যন্ত তা চলতে থাকে। এদিন ভোরে বাবা হঠাৎ বাড়ির বাইরে বেরিয়ে এসে পাশেই একাটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। ছেলে বাড়ির বাইরে বাবার ওই অবস্থা দেখে ঘরে ঢুকে পাখায় গামছা লাগিয়ে ঝুলে পড়ে। প্রাত:ভ্রমণে বেরিয়ে স্থানীয় মানুষ সুভাষ পালকে গাছে ঝুলতে দেখে ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ছেলেও পাখার সঙ্গে ঝুলছেন গলায় গামছার ফাঁস দিয়ে। প্রতিবেশিরাই খবর দেয় খানায়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় জয়সোয়াল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।
Belur
বাবা ও ছেলের দেহ উদ্ধার

×
Comments :0