Raiganj CTU

জঞ্জাল শহরজুড়ে, সাফাইকর্মীরা বেতন পান না, রায়গঞ্জ পৌরসভায় বিক্ষোভ সিআইটিইউ’র

জেলা

শনিবার রায়গঞ্জ পৌরসভার সামনে বিক্ষোভ। ছবি: বিশ্বনাথ সিনহা

রায়গঞ্জ শহরের জঞ্জালের স্তূপ। দুমাস সাফাই কর্মীদের বেতন নেই। পৌরসভার অস্থায়ী কর্মীদের বঞ্চিত করে ঠিকা শ্রমিক নিয়োগের প্রতিবাদে, অবসর প্রাপ্তদের ৪ মাস পেনশন না পেয়ে পৌরসভার সামনে ধরনা বিক্ষোভের মধ্যে নাগরিক পরিষেবার দাবিতে সিআইটিইউ’র উদ্যোগে রায়গঞ্জ পৌরসভা অভিযানে ধুন্ধুমার। সিআইটিইউ কর্মীদের আটকাতে পৌরসভার গেটে তালা পুলিশের।  লাল ঝাণ্ডার আন্দোলনে পুলিশ গেট ছাড়তে বাধ্য হলো। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে সিআইটিইউ কর্মীদের কথা কাটাকাটিতে পিছিয়ে গেল পুলিশ। প্রচণ্ড তীব্র দাবদাহকে উপেক্ষা করেই পৌরসভার সামনে হয়েছে বিক্ষোভ সভা।

Comments :0

Login to leave a comment