Howrah Jute Mill

ফের বন্ধ হয়ে গেল হাওড়া জুট মিল

রাজ্য জেলা

মিল কর্তৃপক্ষের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ করায় ফের বন্ধ হয়ে গেলো হাওড়া জুট মিল। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা দেখেন গেটে মিল বন্ধের নোটিশ ঝুলছে। মিল বন্ধের খবর পেয়ে মিলের গেটের সামনে জড়ো হন শ্রমিকরা। 
২০১১ সাল থেকে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই  হাওড়া মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ওপর একতরফা আক্রমণ চালিয়ে আসছে। শ্রমিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা, ২০১৪ সাল থেকে পিএফের টাকা বকেয়া, পেনশন বন্ধ, ২০১১ সাল থেকে শ্রমিকদের গ্র্যাচুইটি না দেওয়া, ইত্যাদি বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন হাওড়া মিল শাখার নেতৃত্ব ও সদস্যরা। প্রতিবাদে ইউনিয়ন থেকে একাধিকবার রাজ্য সরকারের শ্রম দপ্তরে অভিযোগ জানানো সত্বেও কোনরকম কার্যকরী ভূমিকা তারা গ্রহণ করেন নি। এর আগে বহুবার মিল কর্তৃপক্ষ বেআইনি ভাবে কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক জারি করেছে। কর্তৃপক্ষ বিগত দুমাস ধরে শ্রমিকদের সপ্তাহে ছদিন কাজের পরিবর্তে চার দিনের কাজ চালু করে এবং জোর করে মেশিন বন্ধ করে শ্রমিকদের কাজ থেকে বঞ্চিত করা হয়। বর্তমানে শ্রমিকদের ন্যায্য পাওনা, ছুটির টাকা ইত্যাদি কোন কিছুই পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় কর্তৃপক্ষ সারাদিনে মাত্র একটি শিফটের কাজ চালু রাখার নির্দেশ দিলে প্রতিবাদ করেন শ্রমিকরা। যেখানে পূর্বে তিনটি শিফটে কাজ হতো, বর্তমানে তা কমিয়ে এনে দুটো শিফটে কাজ চালু ছিল। এবার সেই দুটো শিফটের কাজও বন্ধ করে মাত্র একটি শিফটে চালু করার ফলে বঞ্চিত হলেন বহু শ্রমিক। শ্রমিকদের কর্মহীন করে দেওয়ার এই অপচেষ্টার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন হাওড়া মিলের শ্রমিকরা। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ওপরই কাজ বন্ধ করার দোষ চাপিয়ে শ্রমিকদের এই প্রতিবাদকে বেআইনি ঘোষণা করে। ঘটনার তীব্র প্রতিবাদ করেন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন হাওড়া মিল শাখার সভাপতি দীপক দাশগুপ্ত ও সম্পাদক প্রণব চ্যাটার্জী। তাঁরা অবিলম্বে মিলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে সমস্ত শ্রমিকদের কাজে ফেরানোর দাবি জানান। সেই সঙ্গে প্রত্যেক শ্রমিককে সপ্তাহে ছয় দিন কাজ পাওয়ার দাবি করেন। ইউনিয়ন জানায় শ্রমিকরা এর প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন।

Comments :0

Login to leave a comment