চোর সন্দেহে দল বেঁধে মারধরের জেরে মৃত্যু হলো একজনের। মালদায় এই মারধরে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
উল্লেখ্য রবিবার চোর সন্দেহে মারধর চালানো হয় মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকায়। তার ফলে আহত হয়ে দুই যুবক মালদা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন এক যুবক সামজান শেখ (২৮)-র মৃত্যু হয়।
অভিযোগ, মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকায় ফল ও সবজি বাজারে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যবসায়ী ঘটনার জন্য দায়ী।
নিগৃহীত দুই যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। ইংলিশ বাজার থানার পুলিশ আহতদের উদ্ধার করেছিল। বর্তমানে একজন এখনো চিকিৎসাধীন।
মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার নির্ভর কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক অনুপম গুণ বলেন এই ঘটনা দুঃখজনক। কেউ অন্যায় করলে তার জন্য পুলিশ প্রশাসন আছে। আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। যারা এই দলবেঁধে মারধরের সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
Malda
দলবেঁধে মারধরে আহত যুবকের মৃত্যু মালদহে
×
Comments :0