Manu Bhakar

তৃতীয় পদক হাতছাড়া মনুর

খেলা আন্তর্জাতিক

অলিম্পিকে ২৫ মিটার পিস্তলের ইভেন্টে একটুর জন্য পদক হাতছাড়া করলেন মনু ভাকের। 
হাঙ্গেরির ভেরোনিকার কাছে একটুর জন্য হেরে হৃদয়ভঙ্গ হল মনুর। শেষ রাউন্ডের শেষে দুইজনেরই পয়েন্ট ছিল ২৮। কিন্তু, ৫ টির মধ্যে মনু মিস করেন ৩ টি শট এবং ভেরোনিকা মিস করেন মাত্র ২ টি। তাই এই একসুতোর ব্যবধানেই মনুর হাত থেকে ফোস্কে গেলো তৃতীয় পদক। তবে স্বাধীনতার পর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে দুটি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন