Accident

ইটাহারে দুর্ঘটনায় মৃত ১

জেলা

ঠান্ডার কারণে রাজ্যের বিভিন্ন বাড়ছে ঘন কুয়াশার দাপট। কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ইটাহারে। সোমবার সকালে  দাঁড়িয়ে থাকা ১০ চাকার মাল বোঝাই লড়ির  পেছনে পাথর বোঝাই লড়ি ধাক্কা। মৃত ১ গুরুতর আহত ১। 
ঘটনাটা ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়ক ইটাহার থানার চেকপোস্ট এলাকায় । 
ভোর থেকে সড়কের ধারে পণ্যবোঝাই লড়ি দাঁড়িয়ে ছিল। মালদার দিক থেকে আসা পাথর বোঝাই লড়ি এসে সজোরে ধাক্কা মারে। পাথর ভর্তি গাড়ির চালক ও খালাসি লড়ি ভেতরে আটকে পরে। বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে লড়ির দরজা ভেঙ্গে আহত দের উদ্ধার করে। ততক্ষনে ঘটনাস্থলে পুলিশ উদ্ধার করে আহতদের ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে পাঠায়। হাসপাতালে চালকের মৃত্যুর হয়। গুরুতর আহতকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।   ঘটনাকে ঘিরে সোমবার  চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় এলাকার মানুষের বক্তব্য জাঁকিয়ে ঠাণ্ডা নেমেছে। ঘন কুয়াশা দৃশ্যমানতা কম ছিল ধারণা সেই কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছুক্ষণের জন্যে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে থাকে। 
ইটাহার থানার বিশাল পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাইরের এলাকার লড়ি যে কারণে এখনও মৃত বা আহত-র নাম জানা যায়নি।

Comments :0

Login to leave a comment