ভারতীয় সেনার গুলিতে সাম্বায় নিহত হলেন সাতজন সন্ত্রাসবাদী। বৃঝস্পতিবার রাতে যখন পাকিস্তানের একের পর শহরে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা তখন জম্মু ও কাশ্মীরের সাম্বা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জইশ-ই-মহম্মদের কয়েকজন সন্ত্রাসবাদী। সূত্রের খবর সেই সময় ওি সাতজনকে গুলি করে ভারতীয় সেনা।
অভিযোগ পাকিস্তান সেনার পক্ষ থেকে সন্ত্রাসবাদীদের সাহায্য করা হচ্ছিল ভারতে প্রবেশ করার জন্য।
উল্লেখ্য সীমান্তের বিভিন্ন জায়গায় যখন ভারতীয় সেনা এবং পাকিস্তানের সেনার সাথে চলছে লড়াই তখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সাথে বৈঠক করলেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধান। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন অজিত দোভাল এবং আইবি প্রধান।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় পাকিস্তানের ড্রোন হামলা, সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে গুলি করে ৫০টি পাক ড্রোন নামিয়েছে ভারতীয় সেনা। নামানো হয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমানও সাংবাদিক সম্মেলন করে সেই কথা স্বীকার করেছে পাকিস্তান।
গতকাল রাতে পাকিস্তানের ১২টি শহরে হানা দেয় ভারতীয় বাহিনী। সূত্রের খবর একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করেছে ভারত। আরব সাগরে অভিযান চালায় আইএনএস বিক্রান্ত। ইসলামাবাদে বড়সড় বিষ্ফোরণ হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
লাহোর শহরেও বিষ্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। করাচি বন্দরেও লাগাতার বিষ্ফোরণ ঘটছে বলে সূত্রের খবর।
Indian army
সেনার গুলিতে নিহত ৭ সন্ত্রাসবাদী, জরুরি বৈঠকে শাহ এবং রাজনাথ

×
Comments :0