এসআইআর'র আবহে মৃত ভোটারের নাম রাখতে মরিয়া শাসকদলই। বিরোধিতা করে একাধিকবার নির্বচন কমিশনকে লিখিত জানিয়েছে সিপিআই(এম)। এবার মৃত ভোটার যাচাইয়ের ক্ষেত্রে সাত দফা নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। প্রকৃতপক্ষে কত ভোটারের মৃত্যু হয়েছে এবার তা যাচাই করে দেখতে হবে রাজ্যের এসআইআর পর্যবেক্ষক এবং জেলা নির্বাচনী আধিকারিককেও। যাদের নাম এসআইআর'র ফর্মে মৃত বলে উল্লেখ করা হয়েছে তারা সত্যি মৃত কিনা এবার তাই যাচাই করবে কমিশন। উল্লেখিত সব নথি যাচাই এবং সেখান থেকে মৃতদের তথ্য সংগ্রহ করে মৃতদের একটি তালিকা প্রস্তুত করবেন ভোটার নিবন্ধীকরণ অফিসার (ইআরও)। তারপর 'ডেথমার্কড' হওয়া ব্যাক্তিদের সঙ্গে ওই তালিকার মেলানোর মাধ্যমে করা হবে যাচাই-র কাজ। ৭ দফা নির্দেশে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটিগুলিতে রেজিস্টার খাতায় যে মৃতদের নাম রয়েছে সেটা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি এলআইসি ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিতে মৃতদের যে নথিবদ্ধ রয়েছে সেটাও খতিয়ে দেখতে হবে।
এনুমারেশন ফর্ম আপলোড করার সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। অর্থাৎ, বিএলও এবং ইআরও-রা আরও এক সপ্তাহ সময় অতিরিক্ত পাচ্ছেন। এরমাঝেই পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিকাঠামোয় স্বচ্ছতা আনতে এবং ভোটার তালিকা নির্ভুল করতে ফের বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের হিসাবে এখনও পর্যন্ত ৫৩ লক্ষ এনিউমারেশন ফরম ফেরত আসেনি। তারমধ্যে ২৩ লক্ষের ওপর মৃত ভোটারের অস্তিত্ব মিলেছে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৮ লক্ষাধিক। আগামী দিন কয়েকের মধ্যে এই সংখ্যা প্রায় ৬৫ লক্ষ ছাড়িয়ে যাবে বলে কমিশনের কর্তারা মনে করছেন। এই পরিস্থিতিতে কমিশনের তরফ থেকে মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে সাত দফা নির্দেশ নির্বাচন কমিশনের। জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ইতিমধ্যেই ডেটাবেসে মৃত ভোটারদের যে তালিকা তৈরি হয়েছে তা ফের যাচাইয়ের নির্দেশ কমিশনের। ইআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে সিইও অফিস থেকে। সাত দফা নির্দেশে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় নথিভুক্ত মৃত্যুর তথ্য যাচাই করতে হবে। এলআইসি, ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কে নথিভুক্ত মৃতদের তথ্য যাচাই করতে হবে। সরকারি প্রকল্পের ডাটাবেস, যেমন সমব্যাথী, বার্ধক্যভাতা, কৃষকদের বিভিন্ন স্কিম ইত্যাদিতে থাকা মৃত্যুর তথ্য যাচাই করতে হবে। রেশন কার্ড জমা দেওয়া সংক্রান্ত তথ্য (ফুড ডিপার্টমেন্টে জমা হওয়া রেশন কার্ড) শ্মশান, কবরস্থান, দাহস্থলের রেকর্ড তথ্য, পারিবারিক পেনশনের তথ্য। এর বাইরে অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য জেলাশাসক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের খতিয়ে দেখতে হবে। গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে চলছে এসআইআর’র কাজ। কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৯২ শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে। বাকি আর প্রায় সাড়ে ৪৯ লক্ষ ফর্ম। এসআইআর নিয়ে রাজ্যে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে। ভুতুড়ে ভোটার যারমধ্যে অন্য একটি ইস্যু। এই অবস্থায় এনুমারেশন ফর্মের তথ্য যাচাইয়ে বিএলও-রা যদি কোনও ভুল করেন তাহলে তাদের শান্তির মুখে পড়তে হতে পারে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ভোটার তালিকা আরও নির্ভুল করতে এবং নাগরিকদের জন্য ভোটদান প্রক্রিয়া আরও সহজতর করার লক্ষ্যে নতুন উদ্যোগ চালু করেছে নির্বাচন কমিশন। কমিশন এখন থেকে ভারতের রেজিস্টার জেনারেলের কাছ থেকে বৈদ্যুতিন উপায়ে মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ করবে। এর ফলে নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা সঠিক সময়ে তথ্য পাবেন। বুথ স্তরের আধিকারিক বিএলওরা ৭নং ফর্ম দ্বারা আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষা না করেই পরিদর্শন করে তথ্য যাচাই করতে সক্ষম হবে। ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার বাদ দিতে ইতিমধ্যে সাত দফা ছাঁকনির ব্যবস্থা করেছে কমিশন। সেই অনুযায়ী এনিউমারেশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ছাঁকনি অনুযায়ী ক্যাটিগরি মিলিয়ে বুথ ধরে ধরে ফর্মগুলি যাচাই করতে হবে বিএলও–দের। যদি কোথাও ত্রুটি ধরা পড়ে, সেক্ষেত্রে ‘রোল ব্যাক’ অপশনে গিয়ে বিএলও অ্যাপে সংশোধন করতে হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) বলা হয়েছে, যাতে তাঁরা বিএলও, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং এইআরও–দের এই বিষয়টি বারবার মনে করিয়ে দেন। এনিউমারেশনের পরে ডুপ্লিকেট ভোটার বের করতে ‘ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি’ নামে নতুন সফটওয়্যার ব্যবহার শুরু করেছে কমিশন। রাজ্য সরকারের স্কিম বিশেষ করে সমব্যথী, বার্ধক্য ভাতা, কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে সেগুলিতেও মৃতদের তালিকা বিশদে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে খাদ্য দফতরে যে রেশন কার্ডগুলি জমা পড়েছে তার তথ্যও খতিয়ে দেখতে হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে শ্মশান ঘাট, কবরস্থানগুলি থেকে মৃতদের যে তালিকা আসছে সেগুলিও খতিয়ে দেখতে হবে।
Commission new guidelines
মৃত ভোটার যাচাইয়ে নয়া নির্দেশিকা কমিশনের
×
Comments :0