মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল বিধায়ককে দিয়ে ‘বাবরি মসজিদ’র শিলান্যাসের পরদিনই রবিবার কলকাতায় ব্রিগেডে জমায়েত করে গীতা পাঠের আসর করে আরএসএস। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সাধুসন্তদের জড়ো করার পাশাপাশি বিজেপি’র নেতারা এই অনুষ্ঠানে তো ছিলেনই, সঙ্গে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ছিলেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা। ওই দিন গীতাপাঠের আসরে নিপীড়িত হন দরিদ্র এক খাবার বিক্রেতা। মাঠে আমিষ খাবার বিক্রির ‘‘অপরাধে’ বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয়। কান ধরে ওঠবোস করিয়ে তাঁর সমস্ত খাবার ফেলে দেওয়া হয়। সেই দৃশ্যের ভিডিও ওইদিন ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি গণশক্তি ডিজিটাল। ভাইরাল ভিডিওতে দেখা যায় খাবর বিক্রেতাকে মারধর করে কানধরে ওঠবস করানো হচ্ছে। তারপর তাঁর খাবারগুলি সব ফেলে দেওয়া হচ্ছে। ব্রিগেডে গনপিটুনির মঙ্গলবার ঘটনায় ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনি বলেন পশ্চিমবঙ্গে এখন শুধু সন্দেহের বশে মারধর করা হচ্ছে। এরা বিজেপি শাসিত রাজ্যগুলির মতো মারধরের কালচার এই রাজ্যেও আনতে চাইছে। পুলিশ যাতে দ্রুত আইনি ব্যবস্থা নেয় সেই আবেদন জানিয়ে এফআইআর করেন আইনজীবী।
ময়দান থানায় লিখিত অভিযোগে তিনি লিখেছেন, ‘‘গত ৭ ডিসেম্বর রবিবার ব্রিগেডে গীতাপাঠে'র অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশিকার উল্লেখ করেন বলেন ওই দিন কলকাতা পুলিশ নিষ্ক্রিয় ছিল। পুলিশের ভূমিকা নিয়ে তিনি লিখেছেন, "সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের উচিত ছিল মারধরের মতো ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা। কিন্তু, এক্ষেত্রে কলকাতা পুলিশ নিশ্চুপ রয়েছে।’’
ব্রিগেডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত ও উপযুক্ত শাস্তি এবং প্যাটিস বিক্রেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আবেদনও করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি।
Gita Path in Mob Lynching
গীতা পাঠে মারধরে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এফআইআর
×
Comments :0