Dead Body Recovered

রানিনগরে নাবালকের নলিকাটা দেহ উদ্ধার

জেলা

বুধবার দুপুরে রানিনগর থানার রাণীনগরের মুন্সিপাড়া এলাকায় কলাবাগানের মধ্যে থেকে উদ্ধার হয়েছে  সপ্তম শ্রেণির ছাত্রের নলিকাটা দেহ। ওই কিশোরের নাম রাবিউল শাহ। নবীপুর সরলাবালা হাই স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনরা করত সে। কিশোরের বাবা সাফুল্লা শাহ পেশায় পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে রয়েছেন তিনি।
এদিন দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে গবাদি পশুর খাবার আনতে গিয়েছিল ওই কিশোর। কয়েক ঘণ্টা হলে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপরই কলা বাগানের মধ্যে কিশোরের দেহ উদ্ধার হয়। কিশোরের মা সালেহা বিবি জানান, শেষ সাড়ে নটার সময় দেখা হয়েছিল ছেলের সঙ্গে। ছেলের বাবা কেরালায় আছে। তাই ছেলেকেই ঘাস আনতে যেতে হয়। দুপুর একটার সময়েও ছেলে আসেনি বলে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।

Comments :0

Login to leave a comment