Kolkata Metro

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শুরু হতে চলেছে ইউপিআই ব্যবহার

কলকাতা

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ লাইনে ভ্রমণকারীরা শীঘ্রই ইউপিআই ব্যবহার করে টিকিট কিনতে বা স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। মঙ্গলবার একথা জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। 
সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত যেই সুবিধা যাত্রীদের দেওয়া হচ্ছে সেই পরিষেবা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটেও শুরু হবে।
পরবর্তী সময় অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া-রুবি বিভাগে এবং বেগুনি লাইনের জোকা-তারাতলা বিভাগে এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
ইস্ট-ওয়েস্ট লাইনের শিয়ালদহ স্টেশনে ৭ মে প্রথম ইউপিআই ভিত্তিক টিকিট সিস্টেম চালু করা হয়েছিল।

Comments :0

Login to leave a comment