ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে উলটপুরান। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরির মুখে দক্ষিন আফ্রিকা। এক ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া সেইরকম কোনো মেজর ট্রফি নেই দক্ষিন আফ্রিকার। তবে এইবার হয়ত মুছতে চলেছে ' প্রোটিয়া ' দের চোকার্স তকমা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের শেষে দক্ষিন আফ্রিকাকে জয়ের জন্য প্রয়োজন হবে ৬৯ রানের। ৭০ রানে ২ উইকেট থাকার পরিস্থিতি থেকে প্রত্যাবর্তন করেন মার্করামরা। অধিনায়ক তেম্বা ও মার্করামের পার্টনারশীপেই আসা সাফল্য। অধিনায়ক করেন অর্ধশতরান ( ৬৫ ) এবং মার্করাম করেন শতরান ( ১০২ ) । বর্তমানে ক্রিজেও রয়েছেন এঁরাই। মাত্র দুটি উইকেট নিতে পেরেছে অস্ট্রেলিয়া। রিকেলটন ও মুলদারকে আউট করেছেন মিচেল স্টার্ক। ২০২৫ ক্রীড়া জগতের বড়ই আশ্চর্যজনক একটা বছর। ফুটবলে ক্রিস্টিয়াল প্যালেস নিজেদের প্রথম ট্রফি এফ এ কাপ জিতেছে , নিউক্যাসেল ৭৪ বছর পর ট্রফি জিতেছে লিগ কাপ, ৫০ বছর পর ইতালিয়ান কাপ জিতেছে বোলোগনা মিলানকে হারিয়ে। নেশনস লিগে ফেভারিট স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। এবার এই দৃশ্যের দেখা মিলতে চলেছে ক্রিকেটেও। মাত্র ৬৯ রান করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জুটবে দক্ষিন আফ্রিকার
WORLD TEST CHAMPIONSHIP FINAL 2025
ইতিহাস রচনার দোরগোড়ায় দক্ষিন আফ্রিকা
 আইসিসি অফিসিয়াল ফেসবুক পেজ
                                    আইসিসি অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0