Women's Premiere League 2025

উইমেন্স লীগে রবিবার গুজরাট বনাম ইউপি

খেলা

ছবি প্রতিকী

 

উইমেন্স প্রিমিয়ার লীগে ( WPL ) রবিবার গুজরাট জায়ান্টদের মুখোমুখি হতে চলেছে ইউপি ওয়ারিয়র্স। রবিবার ইউপি নিজেদের প্রথম ম্যাচে নামছে। অন্যদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে হার দিয়ে যাত্রা শুরু করেছে গুজরাট। গুজরাট নিজেদের কোর দলটিকে ধরে রেখেছে। দীপ্তি , সোফি ও তাহিলারা রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে। এছাড়াও দলে চামারি আঠারপট্টুর মতো হিটাররাও রয়েছেন । অ্যাশলে গার্ডনার, উমা ছেত্রীরাও তৈরি নিজেদের প্রথম জয় পেতে।

Comments :0

Login to leave a comment