Calcutta High Court

তৃণমূল সরকারের দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট

রাজ্য কলকাতা

লোকসভা ভোট চলাকালীন ফের বিপাকে রাজ্য। তৃণমূল সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিল হাইকোর্ট। সরকারি পরিসেবা সহ চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের এই শংসাপত্র দেয় তৃণমূল সরকার। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে রায় ঘোষনার পর থেকে এই শলশাপত্র ব্যবহার করা যাবে না। এর জেরে বাতিল হল প্রায় পাঁচ লক্ষ ওবিসি শাংসাপত্র। তবে যারা ইতিমধ্যেই এই শলশাপত্র ব্যবহার করে সুযোব পেয়ে গিয়েছেন তাদের ক্ক্ষেত্রে এই রায়ে কোনো প্ভাব ফেলবে না বলে এদিন আদালত জানিয়েছে। 
যদিও রায়ে কোথাও তৃণমূল সরকারের কথা বলা হয়নি। বলা হয়েছে ২০১০ সালের পরে যত শংসাপত্র দেওবা হয়ে তা অকার্যকর হবে। অর্থাৎ ঘুরিয়ে তৃণমূলের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত।

Comments :0

Login to leave a comment