রবিবার ভারতীয় সময় ভোর ৫:৩০টায় ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছিল ইন্টার মায়ামি ও আল আহলি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই খেলাটি শেষ হয়েছে গোলশূন্য ভাবেই। ম্যাচে একাধিক সুযোগ মিস করে দুই দলই । প্রথমার্ধেই আল আহলি এগিয়ে যেতে পারত ৪গোলে । তবে মায়ামির গোলরক্ষক অস্কার উস্টারির সৌজন্যেই গোলদুর্গ অক্ষত ছিল। আল আহলির গোলরক্ষক এল শেনাউইও দারুন পারফরম্যান্স দিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথমের দিকে মাহমুদ ত্রেজেগুয়ের পেনাল্টি সেভ করেন উস্টারি। মেসির একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ঘরের মাঠে মিশরের চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করার পর এই গ্ৰুপ থেকে মেসিদের পরবর্তী রাউন্ডে যেতে হলে বাকি ম্যাচগুলি জিততেই হবে। রবিবার ভারতীয় সময় রাত ৯:৩০টায় বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির । খেলাটি হবে ওহিওর টিকিউএল স্টেডিয়ামে।
FIFA CLUB WORLD CUP
ক্লাব বিশ্বকাপে ড্র ইন্টার মায়ামির
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0