CPIM

রক্ষা করতে হবে দেশের ধর্ম নিরপেক্ষতাকে, বললো বামফ্রন্ট নেতৃত্ব

রাজ্য কলকাতা

'বিভাজনের রাজনীতি করে বিজেপি আরএসএস দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ভাঙতে চাইছে। গুজরাটে মোদিকে ব্যবহার করে এই কাজ করেছিল আরএসএস। এই রাজ্যে মমতাকে ব্যবহার করে সেই কাজ তারাই করছে।' রাজাবাজারের সমাবেশে বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিলে ছিলেন প্রবীন সিপিআই(এম) নেতা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে বাবরি মসজিদ ভাঙার পর থেকে এই দিনটি সম্প্রীতির কর্মসূচি পালন করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে। এদিন কলকাতার পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল করে বামফ্রন্ট। 
সেলিম বলেন, ৩৫ বছর আগে আজকের দিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। ওটা শুধু মসজিদ ভাঙা হয়নি। দেশের ধর্ম নিরপেক্ষতার ওপর আঘাত আনা হয়েছিল। ইতিহাসের ওপর আঘাত আনা হয়েছিল। সংবিধান ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ বলেছে। এখন বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চাইছে। আমাদের দেশ, দেশের ধর্ম নিরপেক্ষতাকে বাঁচাতে হবে।
কল্লোল মজুমদার বলেন, ৬ ডিসেম্বর ভারতের ইতিহাসে একটি কলঙ্কের দিন। গায়ের জোড়ে সাম্রাজ্যবাদের মদতে শুরু হয়েছিল সাম্প্রদায়িক রাজনীতি। নতুন করে বড় আকারে ভারতে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে। নাগরিকত্বের নাম করে মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আমাদের রাজ্যে তৃণমূল মন্দির মসজিদের রাজনীতি করছে। মন্দির তৈরি করছে, মাদ্রাসা বন্ধ করেছে। আরএসএস এর শাখা বেড়েছে এই সরকারের আমলেই। বামফ্রন্ট সরকারের সময় এই সাম্প্রদায়িক শক্তি মাথা তুলতে পারেনি। 
সভায় বক্তব্য রাখেন সিপিআই এর প্রবীর দেব, ফরোয়ার্ড ব্লকের নরেন চ্যাটার্জি, আরেসপির মনোজ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment