High court order on panchayat election

কলকাতা পুলিশকেই নিরাপত্তা দিয়ে প্রার্থীদের মনোনয়নের নির্দেশ হাইকোর্টের

কলকাতা

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চুড়ান্ত হিংসার ঘটনা রাজ্য জুড়ে। উত্তর দিনাজপুরের চোপরায় বামফন্ট ও কংগ্রেসের মিছিলে তৃণমূলের হামলায় প্রান গিয়েছে দুই জনের। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। আহত সিপিআই(এম) প্রার্থীর অবস্থা আশঙ্কাজনক। এদিকে আদালতে মনোনয়ন জমা দেওয়ার সময় আরও একদিন বাড়ানোর আবেদন করেছিল বিরোধীরা। কিন্তু সেই আবেদনে খারিজ করলেও বৃহষ্পতিবার সেই আদালতে তীব্র ভর্ৎষিত হল রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ।


এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের পুলিশি নিরাপত্তায় মনোনয়ন জমা দেওয়ানোর ব্যবস্থা করার নির্দেশ দেয়। রাজ্য পুলিশের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। নির্দেশ থাকা সত্বেও বিরোধী দলের প্রার্থীদের নিরাপত্তা দিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপুলিশ। ফলে কলকাতা পুলিশকে আজই নির্দিষ্ট সময়োর মধ্যে নিরাপত্তা দিয়ে ক্যানিং, কাশিপুর, ভাঙড়, বসীরহাটে প্রার্থঈদের মনোনয়ন জমা করতে সহযোগিতা করতে হবে বলেই নির্দেশ দেন বিচারপতি মান্থা।

Comments :0

Login to leave a comment