কলকাতার ডেপুটি মেয়রের এলাকায় ফের পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। প্রতিবাদীরা বলেছেন যে আদালতের নির্দেশ অমান্য করে ফের শুরু হয়েছে পুকুর ভরাটের কাজ।
কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়কও। এই কেন্দ্রেই মিল্ক কলোনিতে একটি পুকুর ভরাট ঘিরে আদালতে মামলাও হয়েছে। প্রতিবাদীরা বলছেন, প্রেমোটিং সিন্ডিকেটের স্বার্থে বোজানো হচ্ছে জলাশয়। বৃহস্পতিবার রাত থেকে জেসিবি দিয়ে পুকুরে মাটি ফেলা শুরু হয়েছে। প্রায় একশো কাঠা আয়তনের এই পুকুর ভরা হলে গুরুতর সমস্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
পুকুর ভরাটের প্রতিবাদে আন্দোলনে শামিল রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চও। এদিকে সোশাল মিডিয়ায় একটি ভিডিও-তে দেখা গিয়েছে রাতের অন্ধকারে জেসিবি এনে চলছে পুকুর ভরাটের কাজ।
ঘটনা হলো, স্থানীয়েরা এর আগে পুকুর ভরাটের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন। মিল্ক কলোনির অধিবাসীদের তরফে যাওয়া হয় আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ রয়েছে। তা সত্ত্বেও চলছে পুকুর ভরাটের কাজ। শুক্রবার সকালেও বুলডোজার আনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
Milk Colony Pond Filling
কলকাতায় ডেপুটি মেয়রের এলাকায় পুকুর বোজানোর অভিযোগ

×
Comments :0