PRASHANT KISHOR

বিজেপির জয় নিয়ে স্ববিরোধী বক্তব্য প্রশান্ত কিশোরের

জাতীয়

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS

অনলাইন পোর্টাল দ্যা ওয়্যার’র সাংবাদিক করণ থাপারকে সাক্ষাৎকার দেন নির্বাচন বিশেষজ্ঞ বলে পরিচিত প্রশান্ত কিশোর। সেখানে একাধিক স্ববিরোধী বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। 

চলতি লোকসভা নির্বাচনের প্রচার শুরুর আগে আগে প্রশান্ত কিশোর দাবি করেন, বিজেপি ৩০০’র বেশি আসন জিতবে খুব সহজেই। করণ থাপারের সঙ্গে সাক্ষাৎকারে কিশোর যদিও বলেছেন, ‘‘নরেন্দ্র মোদীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আবেগ ছিল ২০১৯ সালে, তা অনেকটাই স্তিমিত। মোদীর প্রতি অন্ধভক্তিও কমেছে।’’

কিশোর বলেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর ভিডিও গুলির দর্শক সংখ্যাও গত ৫ বছরে কমেছে। আগে যেখানে ৫০ লক্ষের কাছে ভিউ ছিল, এখন সেগুলি ১০-২০ লক্ষে নেমে এসেছে। সার্বিক ভাবে কিছুটা হলেও জনপ্রিয়তা কমেছে বিজেপি এবং মোদীর।’’

২০১৯ সালে বালাকোট, পুলওয়ামার ঘটনার পরে উগ্র জাতীয়তাবাদী আবেগের উপর ভর করে লোকসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপি জিতেছিল ৩০৩ আসনে। কিশোর নিজে বলেছেন, বিজেপির পক্ষে হাওয়া কমছে। মোদীর উপর মোহভঙ্গ হয়েছে জনতার একটা বড় অংশের। কিন্তু তারপরেও গত বারের সমান সংখ্যক আসন কীভাবে বিজেপির পক্ষে ধরে রাখা সম্ভব, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। 

২০২২ সালের মে মাসে হিমাচল প্রদেশের নির্বাচনী ফলাফল নিয়ে পূর্বাভাষ দিয়েছিলেন কিশোর। তিনি বলেছিলেন কংগ্রেস নির্বাচনে হারবে। তাঁর সেই বক্তব্য সমস্ত সংবাদপত্র এবং পোর্টালে প্রকাশিত হয়। সাক্ষাৎকার চলাকালীন করণ থাপার সেই প্রসঙ্গ তুললে মেজাজ হারান প্রশান্ত কিশোর। তাঁর দাবি, তিনি এরকম কোনও বক্তব্য কোথাও রাখেননি। কারণ, সেই বক্তব্য রাখার কোনও ভিডিও নেই। 

কিশোরের দাবি, ‘‘সংবাদপত্র এবং পোর্টাল চাইলেই বক্তব্য বিকৃত করতে পারে, তাই প্রমাণ হিসেবে সেগুলি যথেষ্ট নয়।’’

এর পাশাপাশি কিশোর দাবি করেছেন, ‘‘কংগ্রেস ১০০ আসনের গন্ডী টপকাতে পারবে না।’’ করণ থাপার প্রশ্ন করেন, ‘‘কংগ্রেস তাহলে কতগুলি আসনে জিততে পারে?’’ কিশোর বলেন, ‘‘সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কংগ্রেস ১০০’র বেশি আসন পেলে বিজেপি ৩০০ পেরোতে পারবে না।’’

এই সাক্ষাৎকারের পরে টুইটে কিশোর বলেছেন, ‘‘আমার সমালোচকদের বলব, গরমকালে বেশি করে জল পান করুন। ৪ জুন আপনাদের জন্য চমক অপেক্ষা করছে।’’

 

 

Comments :0

Login to leave a comment