Nigeria Floods

নাইজেরিয়ায় বন্যায় মৃত ১১১

আন্তর্জাতিক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে ভারি বর্ষণের কারণে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। নাইজার রাজ্যের বাজার শহর মোকওয়া শহরের বহু বাড়ি হয় ভেসে না হয় তলিয়ে গেছে। এখনও নিখোঁজ ১০ জন। নাইজেরিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার রাত থেকে কয়েক ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। বলা হয়েছে নাইজার রাজ্যের মোকওয়া শহরের একটি বাঁধ ধসের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বন্যার ফলে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত উদ্ধারকারীরা আরও মৃতদেহ খুঁজে পেতে থাকে। নাইজার রাজ্যের জরুরি সংস্থার মুখপাত্র আইইব্রাহিম আউদু হুসেইনিত এদিন বিকেলে সংবাদ সংস্থাকে বলেন, প্রাথমিক প্রতিবেদনে ৮৮ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল, কিন্তু তারপরে কমপক্ষে ২৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। তিনি বলেন, উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে উদ্ধারকারী দল কাজ করছে। আশঙ্কা করা যাচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন