RJD

প্রান্তি মানুষের জন্য লড়াই চলবে বার্তা আরজেডি’র

জাতীয়

‘মানুষের প্রতি দায়বদ্ধ থাকা এক অবিরাম প্রক্রিয়া এই প্রক্রিয়ার কোন শেষ নেই। রাজনীতিতে উত্থান পতন থাকবে। পরাজয়ে ভেঙে পড়ার যেমন কিছু নেই তেমন ভাবে বিজয়ে উচ্ছাসের কিছু নেই। আরজেডি সমাজের পিছিয়ে পড়ার অংশের মানুষের পার্টি। তাদের কথা আরজেডি প্রতিনিয়ত বলে যাবে।’ বিহার নির্বাচনের ফল প্রকাশের শনিবার এক্সহ্যান্ডেলে আরজেডির পক্ষ থেকে এই কথা গুলো বলা হয়েছে।
বিহারের নির্বাচনের ভোট শতাংশের নিরিখে আরজেডি বাকিদের থেকে এগিয়ে থাকলেও নির্বাচনে তাদের ফলাফল ভালো হয়নি। ৭৫ থেকে কমে ২৫টি আসনে থেমেছে তারা। পিছিয়ে থাকলেও জয়ী হয়েছেন তেজস্বী যাদব। বিজেপির সতীশ কুমারকে ১৪,৫৩২ভোটে হারিয়েছে। 
কমিশনের তথ্য অনুযায়ী ভোট শতাংশের দিক থেকে এগিয়ে রয়েছে আরজেডি। তাদের ঝুলিতে ২২.৭৬ শতাংশ, বিজেপি পেয়েছে ২০.৯০ শতাংশ, জেডিইউ পেয়েছে ১৮.৯২ শতাংশ। 
বিহারের ফলাফল পরে এক্সহ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, ‘বিহারের যেই সব মানুষ মহাগাটবন্ধনে সমর্থন করেছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বিহারের এই ফলাফল সবাইকে অবাক করেছে। যেই নির্বাচন প্রক্রিয়ায় প্রথম থেকেই ত্রুটি রয়েছে সেই নির্বাচনে জয়লাভ করা আমাদের পক্ষে সম্ভব নয়।

Comments :0

Login to leave a comment