Weather

দক্ষিণ ভারতে চলেছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে নামবে পারদ

জাতীয় রাজ্য

সাইক্লোন 'দিতওয়া' জেরে দক্ষিণের রাজ্যগুলিতে জারি বৃষ্টিপাত। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই সহ দক্ষিণের বেশ কিছু অংশে সোমবারও মাঝারি বৃষ্টিপাত হয়। পাশাপাশি, ঘূর্ণিঝড়ের তান্ডবে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে এখনও অবধি দ্বীপরাষ্ট্রে মৃত প্রায় ৩৩৪ জন। রবিবার সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণের রাজ্যগুলিতে ও বেশকয়েক জনের মৃত্যু হয়েছে। বর্তমানে তামিলনাড়ু-পন্ডিচেরী উপকূলের কাছেই অবস্থান করছে সাইক্লোনটি। তবে তা পশ্চিমবঙ্গের আবহাওয়াকে প্রভাবিত করবেনা বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলের কাছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। সতরাং, রাজ্যে শীতের আমেজ বহাল থাকছে বলেই জানা যাচ্ছে।ডিসেম্বরের শুরু থেকেই রাজ্যে পারদের মাত্রা আরওকিছুটা নামবে বলেই জানা যাচ্ছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের রাজ্যগুলির তাপমাত্রা আরও ৩ ডিগ্রি কমবে। রাতের দিকে তাপমাত্রার কিছু বৃদ্ধি হলেও সকালের দিকে কুয়াশার জেরে হ্রাস পেতে পারে দৃশ্যমানতা।
উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত স্বাভাবিকই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পার্বত্য এলাকাতে বাড়তে পারে কুয়াশার দাপট।

সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশেই ছিল। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করেছে। তবে মঙ্গলবার থেকে পারদ আরও নামতে চলেছে। সুতরাং, ডিসেম্বরের শুরুতেই শীতের মালুম পেতে চলেছে রাজ্যবাসী। 

Comments :0

Login to leave a comment