দিল্লির শাহদরা এলাকার একটি ই-চার্জিং স্টেশনে আগুন লেগে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। রবিবার সকাল পৌনে সাতটা নাদ শাহদারার মতি রাম রোডের রাম মন্দিরের কাছে অবস্থিত ই-চার্জিং স্টেশনে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ত্রণে আসে। দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ বলেন, শাহদারার মতি রাম রোডের রাম মন্দিরের কাছে সকাল ৬.৪০ নাগাদ আগুন লাগার খবর তারা পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। প্রায় ৪০০ স্কোয়ার ফিট এলাকা নিয়ে টিনের শেড়ের নীচে চার্জিং স্টেশনে হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সকাল সাড় ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তারপর ঘটনাস্থল থেকে দুটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, আহত চারজনকে উদ্ধার করে নিকটবর্তী জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
শাহদারার ডেপুটি কমিশনার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এলে দু’জনের দেহ উদ্ধার করা হয়। আহত এবং মৃতদেহগুলিকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন হরিশঙ্কর(১৯), যার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। রিঙ্কু(১৮), যার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে, মুকেশ(২২) এবং বিপিন (১৯) যাদের শরীরের শতাংশ পুড়ে গেছে। স্টেশন ইনচার্জ বিনোদ রাঠোরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি পোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। আহতদের জিটিবি হাসপাতালে চিকিৎসা চলছে। গত সপ্তাহে শাহদারা এলাকার ফারশ বাজারে একটি ই-রিকশা চার্জ করার সময় আগুন লেগেছিল। এ সময় একজন মহিলার মৃত্যু হয় এবং পাঁচজন আহত হন।
Comments :0