বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে বৈঠক করলেন অমিত শাহ(Amit Shah)। শনিবার নবান্নের তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। মধ্যাহ্নভোজের পরেই চোদ্দ তলায় মমতা ব্যানার্জির আমন্ত্রণে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁকে নবান্নে স্বাগত জানাতে গেটে স্বয়ং উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় নবান্নর ভিভিআইপি গেটে ঢোকার পরই তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। দু'জনে তারপর হাঁটতে হাঁটতে পৌঁছান নবান্নেস সভাঘরে।
                        
                        
নবান্নে এদিন অমিত শাহর নেতৃত্বে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকও ছিল(EZC)। বেআইনি অনুপ্রবেশ ও সীমান্তবর্তী অঞ্চলে পাচার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। অংশ নেন মমতা ব্যানার্জি ছাড়াও ছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওডিশার মন্ত্রী প্রদীপ আমান্ত।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0