SIR BENGAL

বিভিন্ন জায়গায় আপলোড হচ্ছে না মৃতদের ফর্ম, মানছে কমিশন

রাজ্য

এখনও পর্যন্ত এসআইআরের যা তথ্য কমিশনের কাছে জমা পড়েছে তাতে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন । সব থেকে বেশি মৃত ভোটার রয়েছে উত্তর ২৪ পরগনায়। সংখ্যা ২ লক্ষ, ৭৫ হাজার, ৩৩৭ জন। 
নির্বাচন কমিশন সূত্রে খবর ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম দেওয়া হলেও এখনও সব জেলায় তা জমা পড়েনি। কমিশনের বক্তব্য, একাধিক জেলায় আন কালেক্টেড ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না। তাই আসল সংখ্যা পাওয়া যাচ্ছে না। বিএলওরা কেন আপলোড করছে না তার কোন উত্তর কমিশনের কাছে নেই।
কমিশনের দাবি স্থানীয় প্রশাসনের একটা অংশ নাকি বিএলও-দের নিষেদ করেছে মৃতদের সংখ্যা আপলোড করার জন্য। প্রথম থেকেই বামপন্থীদের পক্ষ থেকে দাবি করে আসা হয়েছে যে তৃণমূল মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে চাইবে এবং চেষ্টা করবে। আর সেই কাজ করতে ব্যবহার করবে স্থানীয় প্রশাসনকে। নির্বাচন কমিশনের যেই তথ্য তার সাথে মিলে যাচ্ছে এই কথা। 
গতকাল দক্ষিণ ২৪ পরগনার কুলপির তৃণমূল নেতা ধ্যানেশ নারায়ণ সরদারের অডিও ভাইরাল হয়। তাতে তাকে বলতে শোনা যায়, ‘‘আমাদের সমস্ত বিএলএ, বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা সদস্য তাদের জানাচ্ছি যে সমস্ত ফর্ম বিএলও নিয়ে গিয়েছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোন প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলে তবে নাম কাটে। আমাদের দলে যত মৃত আছে তাদের ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। যে গুলো শিফ্ট হয়ে গিয়েছে। ওই ফর্ম গুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে তা দেখানোর কোন প্রয়েজন নেই। ওখানে আবার ফের পুরণ করে জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে। পারলে নির্বাচন কমিশন তা প্রমান করে কাটাবে।’’ 
এখানেই শেষ নয়। ওই তৃণমূল নেতা আরও বলেন, ‘‘যদি না কোন প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটার আমাদের অটুট থাকবে। এই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির। সুতরাং এটা আমাদের কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। এটাই নির্দেশ আছে। বিএলওরা বাড়ি বাড়ি সব ফর্ম ফেরত দেবে। সবাইকে জানাচ্ছি মৃত এবং স্থানান্তরিতদের ফর্ম ফিলাপ হবে। এটা সবাই যত্ন সহকারে দেখেনিন। আমাদের ভোটার কমানো যাবে না। দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে।’’
উল্লেখ্য এসআইআর শুরু হওয়ার প্রথম দিন থেকেই তৃণমূল চেষ্টা চালিয়ে যাচ্ছে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম তালিকায় রাখার। অনেক জায়গায় বিএলওদের ওপর চাপ তৈরি হয়েছে মৃতদের এবং স্থানান্তরিতদের ফর্ম বিলি করার জন্য। আবার অনেক জায়গায় আপত্তির মুখে পড়ে সেই কাজ করতে পারেনি তৃণমূল। উল্লেখ্য কমিশনের পক্ষ থেকে যেই এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে তাতে ভোটার নিজে যেমন সই করতে পারবে ঠিক তেমন ভাবে তার পরিবারের যে কোন সদস্য তাতে সই করে ফর্ম জমা দিতে পারবে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল চেষ্টা চালাচ্ছে মৃতদের পরিবারের লোকদের দিয়ে সই করিয়ে ফর্ম জমা দেওয়ার।

Comments :0

Login to leave a comment