২০২২ – ২০২৪ এই দুই বছরে দিল্লিতে ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৪ হাজার ৭৫৮ জন। সংসদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী প্রতাপরাও যাদব রাষ্ট্রপতি মনোনীত সাংসদ চিকিৎসক বিক্রমজিৎ সিং সাহানির প্রশ্নে তিনি জানিয়েছে দিল্লিতে দূষণের কারণে ২ লক্ষ ৪ হাজার ৭৫৮ জন ফুসফুসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩০,৪২০ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে চিকিৎসার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী সংসদে যেই তথ্য পেশ করেছেন তার থেকে স্পষ্ট দিল্লির বায়ুর গুনগত মানের বেহাল দশা।
দিল্লি শহরে দূষণ ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ফুসফুসের সমস্যায়। শীতকালিন অধিবেশনে এই নিয়ে আলোচনার দাবিতে সর্বদলীয় বৈঠকে সরব হন বিরোধীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে তাতে কোন সম্মতি দেওয়া হয়নি।
দিল্লিতে দূষণ এমন পর্যায় পৌঁছে গিয়েছে যে স্কুল, কলেজ গুলোয় ক্রীড়া বিষয়ক ও স্কুলের বাইরে হওয়া বিভিন্ন অনুষ্ঠান আপাতত স্থগিতাদেশ দিয়েছে দিল্লি সরকার।
বায়ুরমান পরিদর্শক কমিটির নির্দেশিকায় বলা হয়, দিল্লি ও তৎসংলগ্ন এলাকার বায়ুদূষণ নিরক্ষক সংস্থার তরফে বায়ুরমানের গুরুতর অবনতির জন্য সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাকে আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। কমিশনের তরফে বর্তমান পরিস্থিতিকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ওই অঞ্চলের কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্পোর্টস একাডেমিগুলিতেও এই নির্দেশিকা পাঠানোর কথাও বলা হয়। গোটা সপ্তাহজুড়েই দিল্লির বাতাসের মান গুরুতরভাবে খারাপ হয়।
দিল্লির বায়ুদূষণ যে এখন জনস্বাস্থ্য সঙ্কটের চেহারা নিয়েছে এ বিষয়ে এর আগেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। কিন্তু রাজ্য বা কেন্দ্রের বিজেপি সরকারের তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।
দিল্লির বায়ুদূষণ যে এখন জনস্বাস্থ্য সঙ্কটের চেহারা নিয়েছে এ বিষয়ে এর আগেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। কিন্তু রাজ্য বা কেন্দ্রের বিজেপি সরকারের তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি। সুপ্রিমকোর্ট এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করার একদিনের মধ্যেই বিভিন্ন স্পোর্টস একাডেমিগুলিকে বছরের অন্যান্য মাসে অনুষ্ঠানগুলি করার কথা বলে দিল্লি সরকার। কোর্ট তার পর্যবেক্ষণে বলে, নভেম্বর ডিসেম্বর মাসে স্কুলের বাইরে অনুষ্ঠান করা মানে শিশুদের গ্যাস চেম্বারে নিক্ষেপ করা।
দিল্লির বহু এলাকায় একিউআই ৪০০–র উপরে রয়েছে। মানুষ ক্রমাগত পরিষ্কার বাতাসের জন্য হাঁপাচ্ছে— এই অবস্থায় ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছেন চিকিৎসকরা।
Delhi Pollution
দুই বছরে দিল্লিতে ফুসফুসের সমস্যা আক্রান্ত ২ লক্ষের বেশি
×
Comments :0