Mumbai Fire

মুম্বাইয়ে কাফ প্যারেড এলাকায় অগ্নিকান্ডে কিশোরের মৃত্যু, জখম ৩

জাতীয়

মুম্বাইয়ের কাফ প্যারেড এলাকার একটি আসবাবপত্রের গুদামে আগুন লেগে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগার খবর পাওয়া গেলে, আধ ঘন্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূ্ত্রে খবর পাওয়া গেছে। ক্যাপ্টেন প্রকাশ পেঠে মার্গে শিবশক্তি নগরের একতলা ওই আসবাসপত্রের গুদামে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। পৌরসভার এক আধিকারিক বলেন, আগুনে চারজন দগ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যশ বিট্টল খোট(১৫)কে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আহত দেবেন্দ্র চৌধুরী(৩০), বিরাজ খোট (১৩) এবং সংগ্রাম কুর্নে(২৫)’র চিকিৎসা চলছে। আইসিইউতে ভর্তি করা হয়েছে দেবেন্দ্রকে। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। প্রশাসনের তরফে জানা গেছে আগুন শুধু ইলেকট্রিকের তার, তিনটি গাড়ির ব্যাটারি এবং গৃহস্থালীর জিনিসপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 
জেলা শাসক প্রমোদ চতুর্বেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,‘‘ একটি আসবাবপত্রের গুদামে আগুন লেগেছিল। এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনজন চিকিৎসাধীন রয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ৪ লক্ষ টাকারও বেশি মূল্যের জিনিসপত্র পুড়ে গেছে বলে গুদামের মাালিক দাবি করেছেন। ঘিঞ্জি বসতি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের কর্রীরা ক্রমাগত চেষ্টা করে গেছেন।’’

Comments :0

Login to leave a comment