IndiGo Flights

দেশজুড়ে ২০০ ইন্ডিগো বিমান বাতিল, বিপাকে যাত্রীরা

জাতীয় রাজ্য

মঙ্গলবার রাত থেকেই দেশ জুড়ে ইন্ডিগোর কম্পনির বিমান পরিষেরায় বিপত্তি শুরু হয়। সেই সমস্যা বুধবার আরও বড় আকার ধারণ করে। এদিন সন্ধে পর্যন্ত গোটা দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দর থেকে ইন্ডিগো একের পর এক বিমান বাতিল হতে থাকে। কর্মী সঙ্কটের কারণে বুধবার ২০০ ইন্ডিগো কোম্পানির বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি পদ্ধতিগত বিপত্তির কারণে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ সহ বেঙ্গালুরু-তে একাধিক বিমান বাতিল করা হয়েছে। ফলে এদিন যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। 
তবে গত দু’দিন ধরে যান্ত্রিক গোলযোগের কারণে একাধিক ইন্ডিগো বিমান দেরি করে বন্দর ছেড়েছে এবং একাধিক বিমান বাতিল করতে হয়েছিলো। ফের বুধবার ১০০ বিমান বাতিল করেছে ইন্ডিগো। কোম্পানির মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী বিমান কর্মীদের কাজের সময় সীমা পরিবর্তনের কারণে মূলত এই ভোগান্তির সৃষ্টি। সর্বশেষ এফডিটিএল নিয়মের দ্বিতীয় ধাপ শুরু হওয়ায় সংস্থা কর্মী সংকটে ভুগছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। পাশাপাশি কিছু যান্ত্রিক গোলযোগও রয়েছে। কলকাতা বিমান বন্দরে আসার কথা ছিল এমন ইন্ডিগোর ৫টি বিমান এদিন বাতিল হয়েছে। এছাড়াও কলকাতাগামী এবং কলকাতা থেকে উড়ে যাওয়া বহু ইন্ডিগো সংস্থার একাধিক বিমান এদিন নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে চলাচল করছে। বিমানবন্দর সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন সন্ধে পর্যন্ত ইন্ডিগোর ৩৬টি উড়ান দেরিতে অবতরণ করেছে। আবার কলকাতা থেকে দেরিতে ছেড়েছে ৪৯টি বিমান। গত দু'দিন ধরেই এই সমস্যার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়েছে,বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, গত দু’দিন ধরে দেশের সর্বত্র ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যহত হয়েছে। এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চাইছে সংস্থা। জানানো হয় কর্মী সঙ্কট এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। জানা গেছে দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু মিলিয়ে বুধবার বিকেল পর্যন্ত সংস্থার ২০০’র বেশি বিমান বাতিল হয়েছে। দিল্লিতে বাতিল করা হয়েছে ৩৮টি বিমান। মুম্বাইয়ে বাতিল ৩৩টি বিমান। দেরিতে চলেছে বহু বিমান।

Comments :0

Login to leave a comment