উত্তর ওয়াজিরিস্তানে সেনা ঘাঁটিতে বিস্ফোরণের জেরে নিহত হয়েছে পাকিস্তানের ৭ সেনা। গুরুতর জখম আরও ১৩।
সংবাদসংস্থা জানাচ্ছে, আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে পশ্চিম ওয়াজিরিস্তান প্রদেশের মীর আলি জেলার এই সেনা শিবিরে। ঘটনায় তেহরিক ই তালিবান পাকিস্তান জড়িত বলে প্রাথমিক অনুমান প্রশাসনের।
টানা এক সপ্তাহ সংঘর্ষের পর আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে যুদ্ধ বিরতি সমঝোতা করেছে পাকিস্তান। হতাহতের সংখ্যা, সীমান্তের দু’পারেই, যথেষ্ট উদ্বেগজনক। ফের এই হামলা সংঘর্ষ বিরতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।
তেহরিক ই তালিবান পাকিস্তান নামে সন্ত্রাসবাদী সংগঠনটি তালিবান পাকিস্তান নামেও পরিচিত। বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সমন্বয়ে এই সংগঠন। ২০০৭-এ পাকিস্তানের সেনা আল কায়েদার মদতপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। তার পর পাকিস্তানের কেন্দ্রশাসিত বিভিন্ন আদিবাসী প্রধান এলাকায় সংগঠিত হয় এই সংগঠন।
শুক্রবার ওয়াজিরিস্তানে বিস্ফোরক ভরা একটি গাড়ি দ্রুত বেগে গিয়ে ধাক্কা মারে সেনা ঘাঁটির দেওয়ালে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে।
Waziristan Blast
সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের ৭ সেনা

×
Comments :0