Bengladesh

ঢাকায় 'জুলাই সনদ' স্বাক্ষরের আগেই দফায় দফায় সংঘর্ষ পুলিশের সঙ্গে 

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান, ঢাকা

ঢাকায় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে 'জুলাই যোদ্ধা' ব্যানার নিয়ে জুলাই গণ অভ্যুত্থান ছাত্রদের একাংশ বিক্ষোভ দেখায়। শুক্রবার দুপুর দেড়টার সময় এই ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারী ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংসদ ভবনের গেট ভেঙে ঢুকে পড়েন বেশ কিছু বিক্ষোভকারী ছাত্র। অনুষ্ঠানের এলাকা থেকে তাঁদের বের করে দেওয়ার পর বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তাঁরা। এরপর সংসদ ভবন এলাকা থেকে তাঁদের বের করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠি চালায় পুলিশ ও এবিপিএনের সদস্যরা। তাঁদের ছত্রভঙ্গ করে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পরে বিক্ষোভকারী ছাত্ররা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এছাড়া সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেলের সামনে সড়কে গাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী। সংসদ ভবন এলাকায় বিরাট সংখ্যক সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। 
 

উল্লেখ্য, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের ঘোষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বাতিলের জন্য রাস্তায় নেমেছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান ছাত্রদের একাংশ। ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment