SIR Draft Roll

এসআইআর’র খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর, চূড়ান্ত তালিকা ৭ ফেব্রুয়ারি

জাতীয় রাজ্য

এসআইআর’র দ্বিতীয় পর্বে ১২টি রাজ্যের সূচি জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ এই বারোটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি। বিহারের প্রক্রিয়াকে এসআইআর’র প্রথম পর্ব ধরছে কমিশন।
কমিশন এদিন দিল্লিতে জানিয়েছে যে ২৮ অক্টোবর, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এসআইআর’র প্রথম পর্বের কাজ। ৩ নভেম্বর পর্যন্ত চলবে ফরম ছাপানো এবং প্রশিক্ষণ।
৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলি এবং জমা নেবেন বিএলও-রা। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। খসড়া তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। 
আপত্তি এবং নাম বাদ গেলে তা রাখার দাবি জানানোর আবেদন নেওয়া হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। 
আবেদন অনুযায়ী কমিশন নোটিশ পাঠাবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা ৭ ফেব্রুয়ারি। 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, এনিউমারেশন পর্বে, অর্থাৎ বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি এবং জমা নেওয়ার পর্বে, কোনও নথি লাগবে না। ২০০২-২০০৪ পর্বের ভোটার তালিকায় নাম আছে কিনা মেলানো বা ‘ম্যাচিং’ হবে। ওই তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের বলা হবে সম্পর্ক রয়েছে এমন কারও নাম ২০০২-২০০৪ পর্বের তালিকায় দেখাতে। এই কাজকে বলা হয়েছে ‘লিঙ্কিং’। 
জ্ঞানেশ কুমার এক প্রশ্নে বলেছেন, ফরম কেবল কমিশনই দেবে। তার বিভিন্ন জায়গা, যেমন নাম ছাপা থাকবে আগে থেকে। ছবির জায়গায় সাম্প্রতিক ছবি লাগানো শ্রেয়। কিউআর কোড থাকবে। কেউ দু’বার ফরম ভরবেন না। কারণ তা বেআইনি।

Comments :0

Login to leave a comment