শুক্রবার সকালে গাজা ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ইজরায়েল গাজায় তাদের স্থল আক্রমণ ফের শুরু করেছে।
যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ইজরায়েল জানায়, তারা গাজা থেকে ছোড়া একটি রকেট আটক করেছে। হামাস-সংশ্লিষ্ট গণমাধ্যমও গাজার উত্তরাঞ্চলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দের খবর দিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া সাত দিনের যুদ্ধবিরতিতে গাজায় আটক ১০৫ জন পন বন্দি এবং ইজরায়েলি কারাগারে আটক ২৪০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশের ব্যবস্থাও করা হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আট পনবন্দি ও ৩০ প্যালেস্তিনীয় বন্দি বিনিময়ের পর কাতার ও মিশর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ISRAEL HAMAS WAR
যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ফের গাজায় হামলা ইজরায়েলের

×
Comments :0