তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত মহারাষ্ট্র পুলিশের সাব ইনস্পেক্টর গোপাল বাদনে গ্রেপ্তার। মহারাষ্ট্রের সাতারার এক সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। হোটেলের ঘরে তিনি আত্মহত্যা করেছেন হাতের তালুতে পুলিশ কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে। দু’জন পুলিশ কর্মী কীভাবে তাঁর উপর শারীরিক নির্যাতন করেছে। ধর্ষণের পর চলত মানসিক অত্যাচারের কথাও সাতটি লাইনে লিখে রাখেন তিনি। হাতের তালুতে লেখা ওই সুইসাইড নোটে সাব ইন্সপেক্টর গোপাল বাদানের নাম করেছেন নির্যাতিতা। লিখেছেন, ‘সাব ইন্সপেক্টর গোপাল বাদানে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন।’ সঙ্গে পুলিশ অফিসার প্রশান্ত ভাস্করের বিরুদ্ধেও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। ওই নোটে সাব ইন্সপেক্টরই যে তাঁর মৃত্যুর জন্য দায়ী তাও লিখেছেন তিনি। শনিবার রাতে অভিযুক্ত সাব ইন্সপেক্টর গোপাল বাদানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার তুষার দোশি জানিয়েছেন, শনিবার সাতারার ফলতান গ্রামীণ থানায় বাদানে আত্মসমর্পণ করেন এবং তার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন শনিবার সকালে ফালতান পুলিশের একটি দল পুনে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত ভাস্করকে গ্রেপ্তার করে, যার নাম নিহত চিকিৎসক বাদনের সাথে একটি নোটে উল্লেখ করেছিলেন। নির্যাতিতাকে মানসিকভাবে হয়রানি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযুক্ত ভাষ্করকে শনিবার সাতারা জেলা আদালতে হাজির করা হলে তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
Maharashtra Doctor
মহারাষ্ট্রের চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিক গ্রেপ্তার
×
Comments :0