সংঘর্ষ বিরতির মাঝে রবিবার গাজায় একাধিক গুরুতর হামলা চালালো ইজরায়েল। রবিবার গাজায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইজরায়েল। সংবাদ সংস্থা জানাচ্ছে গাজার মধ্যাঞ্চলের সাংবাদিকদের বাসস্থানে ইজরায়েলের বিমান হামলায় নিহত দুজনের মধ্যে একজন সাংবাদিক ছিলেন। এছাড়াও হাসপাতালের সূত্র জানিয়েছে ইজরায়েলের হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
ইজরায়েলের সেনাবাহিনী ফের বিমান হামলা চালানোর পর গাজার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক দেখা গিয়েছে। বিশেষত নারী ও শিশুদের মধ্যে। অনেকেই গাজায় কর্মরত সাংবাদিকদের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে যুদ্ধ আবার শুরু হয়েছে কিনা।
অনেকে বলছেন, "এখন যেহেতু ইজরায়েল বন্দীদের ফিরিয়ে এনেছে, তারা আবার গাজায় গণহত্যা শুরু করবে।" যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরে আসার পরও মানুষ খুবই উদ্বিগ্ন।
গাজার গণহত্যা চালানো সময় ইজরায়েল সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইজরায়েল হামলা শুরু করার পর থেকে গাজায় ২৭০ জনেরও বেশি সংবাদ মাধ্যমের কর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ এবং যুগোস্লাভিয়া যুদ্ধের মিলিত সংখ্যার চেয়েও বেশি। শেষ দুই বছরে ইজরায়েল ১০ জন আল জাজিরার সাংবাদিককে হত্যা করেছে।
ইজরায়েলের সেনা আবার গাজার প্রতিরোধী গোষ্ঠী হামাসের নামে অভিযোগ তুলেছে। সেনা বলেছে, সম্মত রেখার বাইরে থাকা বাহিনীর ওপর গ্রেনেড ছুঁড়েছে হামাস। রাফা সীমান্তে এমন হামলা হয়েছে। এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে রবিবার হামাস বলেছে যে সংঘর্ষি বিরতি ভাঙার কোনও ইচ্ছাই সংগঠনের নেই। কিন্তু সর্বদা ইজরায়েলই চুক্তি ভেঙে দখলদারি চালায়। এবারও সে চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, প্যালেস্তিনীয়দের উপর দুই বছর ধরে নির্মম গণহত্যা চালিয়েছে ইজরায়েল।তাঁদের নিঃশ্বাস নেওয়ার সুযোগও দেওয়া হয়নি, ক্রমাগত কালচে আক্রমণ।
Comments :0