স্বচ্ছতার সাথে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, মৃত ও ভুয়ো ভোটার বাতিল, একাধিক স্থানে থাকা একই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাতিল করা, কোনও বৈধ ভোটারের নাম বাদ না দেওয়া সহ একাধিক দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের ডাকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় বুধবার। এদিন নিমতৌড়ির চক থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল হয়। মিছিল আটকাতে পুলিশি তৎপরতা ছিল। জেলাশাসকের দপ্তরের সামনে বাঁশের ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। মিছিল জেলাশাসকের দপ্তরে পৌঁছালে সেখানেই অবস্থান করেন কয়েকশ মানুষ। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি, নির্মল বেরা, অমল কুইল্যা, পরিতোষ পট্টনায়েক, সুবল সামন্ত, অশ্মিনী সিনহা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন বামফ্রন্ট এসআইআর এর বিরোধী নয়। কিন্তু এই পদ্ধতির নামে এনআরসি, সিএএ করার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার। যা কোনও ভাবেই মেনে নেওয়া যাবেনা। যারা ভুয়ো ভোটার বা মৃত ভোটার তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে এবং সচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আসলে এমন ভুয়ো ভোটার থাকলে তৃণমূলের সুবিধা। তাই এসআইআর হোক কিন্তু সচ্ছতার সাথে হোক। প্রান্তিক খেটেখাওয়া গরীব মানুষদের অযথা হেনস্থার বিরুদ্ধেই বামফ্রন্টের লড়াই। এদিন সভা চলাকালীন নির্দিষ্ট দাবিগুলির ভিত্তিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন বামফ্রন্টের নেতৃবৃন্দ। প্রতিনিধিদলে ছিলেন নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, ইব্রাহিম আলি, সুব্রত পন্ডা, গৌতম পন্ডা, সর্বেশ্বর মাইতি, অরুণ পাঠক।
Left Front Rally
নির্ভুল ভোটার তালিকা করতে হবে কমিশনকে দাবি নিমতৌড়িতে বামফ্রন্টের মিছিলে
×
Comments :0