Toto registration

‘ঘরবাড়ি বিক্রি করতে হবে’, রেজিস্ট্রেশনের প্রতিবাদ করার মার টোটো চালককে

রাজ্য জেলা

টোটো চালককে তৃণমূলের সভায় মারের প্রতিবাদে অবরোধ ময়নাগুড়িতে

টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে তৃণমূলের সভায় উত্তেজনা ছড়াল ময়নাগুড়িতে। সভায় এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য, রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যজুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এক বছরের জন্য ফি ১,৬৪৫ টাকা এবং দুই বছরের জন্য ২,৮৪৫ টাকা ধার্য হয়েছে। 
একইসঙ্গে আগামী দুই বছরের মধ্যে পুরনো টোটো বদলে নতুন ই–রিকশা কেনার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নতুন ই–রিকশার জন্য রেজিস্ট্রেশন ফি ৭,০৭০ টাকা, বিমা বাবদ প্রায় ১০,০০০ টাকা, ড্রাইভিং লাইসেন্সের জন্য ৯৮০ টাকা সহ একাধিক খরচ টোটো চালকদের বহন করতে হবে।
এছাড়া যানজট নিয়ন্ত্রণে রাজ্য পরিবহন দপ্তর নির্দেশ দিয়েছে, শহরের টোটোগুলিকে পালা করে দিনে ও রাতে চালানোর ব্যবস্থা করতে হবে। 
রবিবার ময়নাগুড়ি ফুটবল মাঠ সংলগ্ন নন্দনকানন ময়দানে তৃণমূল টোটো ইউনিয়নের ডাকা সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, ময়নাগুড়ির বিডিও এবং থানার আইসি। টোটো রেজিস্ট্রেশনের সরকারি নির্দেশিকা ও পুরনো টোটোর বদলে নতুন ই–রিকশা কেনার বাধ্যবাধকতা নিয়ে আলোচনার জন্যই এই সভা ডাকা হয়।
জানা গিয়েছে, সভা চলাকালীন তৃণমূল নেতানেত্রীরা রাজ্যের টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত নীতিকে সমর্থন করার আহ্বান জানান। কিন্তু এক টোটোচালক এর প্রতিবাদ করেন। তাঁর অভিযোগ, “এই প্রক্রিয়া মেনে চললে আমাদের ঘরবাড়ি বিক্রি করে নতুন টোটো কিনতে হবে। এতে আয়ের বদলে ঋণের জালে জড়াবো আমরা টোটোচালকরা।” এরপরেই তৃণমূল কাউন্সিলর অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে কয়েকজন কর্মী ওই টোটো চালককে মারধর করেন বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে অন্যান্য টোটোচালকরাও সভা ছেড়ে বেরিয়ে ময়নাগুড়ি শহরে পথ অবরোধে নামেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। শ্রমিক নেতা অপূর্ব রায় জানান, “তৃণমূল সভায় সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছিল। আমরা সেই জোরজবরদস্তি মেনে নেব না। ছট উৎসব শেষ হলেই আন্দোলনে পথে নামা হবে।”
রাজ্যের নির্দেশিকার বিরোধিতা করে সিআইটিইউ অনুমোদিত ই–রিকশা চালক ইউনিয়ন বিনামূল্যে রেজিস্ট্রেশনের দাবি তুলেছে। জেলা সম্পাদক শুভাশিস সরকারের বক্তব্য, “পুরনো টোটোর রেজিস্ট্রেশন বিনামূল্যে করতে হবে এবং নতুন ই–রিকশা কেনার জন্য সরকারকে ভরতুকিযুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা নিয়েছে।”
টোটোচালকদের বক্তব্য, তাঁদের আয়ের উৎস ক্রমশ সংকুচিত হচ্ছে, আর সরকারি সিদ্ধান্ত তাঁদের পথে বসিয়ে দেবে। তাই উৎসবের পরেই আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে টোটো ইউনিয়ন।

Comments :0

Login to leave a comment