Abhisekh Banarjee

ভুয়ো নাম বাদ যাওয়া প্রসঙ্গে নীরব অভিষেক

রাজ্য

যতদিন তৃণমূল থাকবে ততদিন এসআইআর নিয়ে কোন ভয়ের নেই। পানিহাটিতে নিহত প্রদীপ করের বাড়ির লোকদের সাথে দেখা করতে গিয়ে বললেন অভিষেক ব্যানার্জি। অভিষেকের কথায় এসআইআর চলাকালিন তৃণমূল কর্মীরা রাস্তায় থাকবে।
উল্লেখ্য এসআইআর চলাকালিন বিএলএ এবং বিএলও দের নিরাপত্তার দাবি জানানো হয়েছে সিপিআই(এম) সহ বামপন্থী দল গুলোর পক্ষ থেকে। এদিন তৃণমূল সাংসদের মুখে একবারও শোনা যায়নি ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার কথা। বামপন্থীরা যখন বার বার নির্ভুল ভোটার তালিকার দাবি জানিয়ে আসছে, তখন তৃণমূল এই বিষয় নীরব।
সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তীর কথায়, ভুয়ো ভোটারের নাম তৃণমূল নিজের স্বার্থে ভোট লুঠ করার জন্য রেখে দিতে চায়। 
অভিষেক বলেন, নির্বাচন কমিশন ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। উল্লেখ্য তিনি যেই এলাকার সাংসদ সেই এলাকায় লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে অবাধে ভোটলুঠ হয়। বিরোধী শূন্য পঞ্চায়েত, পৌরসভা। মনোনয়ন জমা দিতে দেওয়া হয় না বিরোধীদের। 
মঙ্গলবার সকালে পানিহাটি পৌরাঞ্চলের মহাজাতি নগরের আবাসনের ফ্ল্যাট থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ আসার পরে ফ্ল্যাটের একটি ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ বার করতে হয়। মৃত ব্যক্তির নাম প্রদীপ কর(৫৭)। গতকাল সকালে দরজা না খোলায় ওই ফ্ল্যাটের লোকজন ওই ঘরটিতে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে খবর দেন তাঁরা। এরপরে পুলিশে খবর যায়। পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি একটি দীর্ঘ সুইসাইড নোট উদ্ধার করেছে বলে জানা গেছে। ওই সুইসাইড নোটের দীর্ঘ লেখার একটি অংশে এনআরসির আতঙ্কের কোথাও আছে বলে জনা গেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠায়। আচমকাই এই আত্মহত্যার ঘটনায় প্রতিবেশীরা সকলেই বিস্মিত।
স্থানীয় সূত্রে জানা গেছে শক্তি সংঘ ক্লাবের সামনের উমা অ্যাপার্টমেন্টের তিন তলায় একটি পৃথক ঘরে থাকতেন মৃত প্রদীপ কর। একই ফ্লাটে অপর একটি ঘরে থাকতেন তাঁর ভাই এবং ভায়ের স্ত্রী। তাঁদের পরিবারের পেশা বেডিং’র ব্যবসা।
আগের দিন রাত্রে, শক্তি সংঘর পূজোর প্যান্ডেল খোলার সময়, অনেক রাত পর্যন্ত প্রদীপ করকে সেখানে দেখেছেন বলে জানান এলাকার মানুষরজন।
এদিন সিইও দপ্তরের সামনে বিক্ষোভ সভা থেকে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘মানুষের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি এবং তৃণমূল। আমাদের কাজ মানুষকে সেই আতঙ্ক থেকে বাইরে আনা। বৈধ ভোটাদের নাম যাতে থাকে তার জন্য আমাদের লড়াই।’

Comments :0

Login to leave a comment