Telengana

তেলেঙ্গানায় প্রবীণ সিপিআই(এম) নেতাকে হত্যা খাম্মামে

জাতীয়

তেলেঙ্গানা প্রবীণ সিপিআইএম নেতা রামা রাওকে গলার নলি কেটে হত্যা করেছে একদল দুষ্কৃতী। শুক্রবার ভোরে খাম্মামের পাতার লায়াটু গ্রামে তার বাসভবনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তাঁর দেহ।
রামা রাও কৃষক সংগঠন তেলেঙ্গানা রায়তু সঙ্ঘমের রাজ্য স্তরের নেতা ছিলেন। গ্রাম পঞ্চায়েতে প্রায় ৩০ বছর প্রধান ছিলেন। 
সিপিআইএম নেতৃত্ব বলেছেন সামনে পঞ্চায়েত ভোটের আগে পরাজয়ের আশঙ্কায় কংগ্রেস আর আশ্রিত দুষ্কৃতীরা এই জঘন্য কান্ড ঘটিয়েছে। তেলেঙ্গানায় সিপিআইএম রাজ্য সম্পাদক জন ওয়েসলে কেন্দ্রীয় কমিটির সদস্যটি বীরভদ্রম তীব্র নিন্দা করেছেন ঘটনার। 
রামা রাওয়ের হত্যার খবর পেয়ে বহু এলাকা থেকে দলে দলে সিপিআইএম কর্মীরা, তাঁর গ্রামের উদ্দেশ্যে রওনা হন।  তেলেঙ্গানার কংগ্রেস সরকারের পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চলছে। প্রবীণ নেতার পরিবার তিনজনের নাম নির্দিষ্ট করে জানিয়েছে পুলিশকে। সুখ জানিয়েছেন তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রী।

Comments :0

Login to leave a comment