রাজ্যে এসআইআরের জন্য হেল্পলাইন নম্বর চালু করলো নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০০২ এর ভোটার তালিকা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে বা সমস্যা হবে এই হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। হেল্পলাইন নম্বরটি হচ্ছে ১৮০০-১১-১৯৫০। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নম্বর চালু থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
সোমবার পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে এসআইআরের ঘোষণা করলেন মুখ্যনির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশানার সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী। জ্ঞানেশ কুমার বলেন, ‘বিহারে সফল ভাবে এসআইআরের কাজ হয়েছে। দেশের ২৬টা রাজ্যে এসআইআরের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনারদের সাথে আলোচনার পর। এসআইআরের মূল উদ্দেশ্য যোগ্য ভোটারদের নাম তালিকায় ভোটার তালিকায় রাখা এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া। বিহারে সাড়ে সাত কোটি ভোটার এসআইআরে অংশ নিয়েছেন। দ্বিতীয় ধাপে ১২ রাজ্য এই এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে।’ নথি হিসাবে আধার কার্ড নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
তিনি বলেন, বিহারে এসআইআর নিয়ে কোন অভিযোগ সামনে আসেনি। মুখ্যনির্বাচন কমিশনারের কথায়, ‘আট বার ইআর (intensive revision) হয়েছে। শেষ বার ২০০২ সালে এই কাজ হয়েছে। বহু ভোটারের নাম দুই জায়গায় রয়ে গিয়েছে, মৃতদের নাম তালিকা থেকে বাদ যায়নি, বিদেশি নাগরিকের নাম ভুলবশত অনেক জায়গায় তালিকা ভুক্ত হয়েছে। এই সব নাম বাদ দেওয়ার জন্য এসআইআর।’ তিনি জানান আন্দামান, ছত্তিশগড়, গুজরাট, কেরল, গোয়া, লাক্ষ্মাদ্বীপ, মধ্য প্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাডু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ- এই ১২ রাজ্যে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এই ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। উল্লেখ্য আসামে সামনে ভোট হলেও এসআইআর হচ্ছে না।
কমিশনের কথায়, ‘বাড়ি বাড়ি বিএলওরা এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে। আজ রাত ১২টার পর ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে। যাদের নাম ২০০৩ – ২০০৪ এ প্রকাশিত ভোটার তালিকায় আছে তাদের কোন নথি দিতে হবে না। সেই সময় যাদের নাম ছিল না তার বাবা বা মায়ের নাম যদি সেই তালিকায় থাকে তবে তাকেও আর কোন আলাদা নথি দিতে হবে না। বিএলও তিনবার একটি বাড়িতে যাবেন এই কাজের জন্য। যারা রাজ্যের বাইরে থাকেন তারা অনলাইনেও ফর্মপূরণ করতে পারবেন।’
নভেম্বর মাস থেকে এরাজ্যে শুরু হবে এসআইআর চলবে জানুয়ারি মাস পর্যন্ত। সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা দেশেই ধাপে ধাপে চালু হবে এসআইআর।
Election Commission of India
এসআইআরের জন্য হেল্পলাইন নম্বর চালু করলো কমিশন
×
Comments :0