দীর্ঘদিনের আতঙ্কের অবসান। অবশেষে বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগানে খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। গত বেশ কিছুদিন ধরেই বাগানের শ্রমিক ও বাসিন্দারা এলাকায় চিতাবাঘের ঘোরাফেরা নিয়ে আশঙ্কায় ছিলেন।
স্থানীয়দের উদ্বেগের কথা মাথায় রেখে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জ অফিসের তরফে বাগানের ২০ ও ২১ নম্বর সেকশনের মাঝে একটি খাঁচা পাতা হয়েছিল। শনিবার রাতে সেই খাঁচাতেই ধরা পড়ে বিশালাকার চিতাবাঘটি। খাঁচার ভেতরে নড়াচড়া লক্ষ করে শ্রমিকরা কাছে গিয়ে চিতাবাঘটিকে বন্দি অবস্থায় দেখতে পান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে বন দফতরের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের প্রাথমিক অনুমান, খাঁচার ভিতরে ছোটাছুটি করার ফলে প্রাণীটির মুখ ও নাকে সামান্য আঘাত লেগেছে। তবে সামগ্রিকভাবে চিতাবাঘটির অবস্থা স্থিতিশীল রয়েছে।
leopards Caught
বানারহাটের চা বাগানে খাঁচা বন্দি চিতাবাঘ

×
Comments :0