সিপিআই(এম) শিলদা এরিয়া কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলদা পার্টি অফিসে "শহীদ স্মৃতি মার্কসীয় পাঠাগার" চালু হলো শুক্রবার। পাঠাগার উদ্বোধন করেন সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলার সম্পাদক প্রদীপ কুমার সরকার।
পাঠাগার উদ্বোধনের পূর্বে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উদ্ধব মাহাতো, পতাকা উত্তোলনের পর কমিউনিস্ট পাটির ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সভা হয়। সভার আহ্বায়ক ছিলেন নিমাই চন্দ্র নাদ। সভায় সভাপতিত্ব করেন হেমন্ত সাউ। উপস্থিত ছিলেন সিপিআই (এম) নেত্রী যুথিকা মাহাত সহ অন্যান্যরা।
Jhargram
শহীদদের স্মরণে বিনপুরে চালু হলো মার্কসীয় পাঠাগার

×
Comments :0