পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পাওয়া গেলো প্রশান্ত কিশোরের নাম। মুখ্যমন্ত্রীর বিধানসভা ক্ষেত্র ভবানীপুরের ভোটার তালিকায় পাওয়া গেলো জন সুরাজ পার্টির নেতার নাম। উল্লেখ্য যেই ঠিকানায় পিকের নাম পাওয়া গিয়েছে তা হচ্ছে তৃণমূলের দলীয় কার্য্যালয়ের ঠিকানা, ১২১ কালিঘাট রোড।
বিহারের কারগাহাট বিধানসভা কেন্দ্রের ভোটার প্রশান্ত কিশোর। ভবানীপুরের ভোটার তালিকায় তার নিয়ে শুরু হয়েছে তর্জা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছিল আইপ্যাক। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। প্রথমদিনই তালিকায় তৃণমূল ঘনিষ্টের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এক ব্যাক্তির কী ভাবে দুই রাজ্যের তালিকায় নাম রয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ২০২১ সালে যদি প্রশান্ত কিশোরের নাম তালিকায় তোলা হয় তাহলে সেই নাম ছিল ২০২৪ এর লোকসভা নির্বাচনেও। তাহলে পিকের হয়ে সেই সময় কে বা কারা ভোট দিল তা নিয়ে থাকছে প্রশ্ন। যদিও বিহারের সংবাদমাধ্যম সূত্রে খবর বাংলার ভোটার তালিকার কথা অস্বীকার করেননি পিকে। তিনি জানিয়েছেন যে ভোটার কার্ডের জন্য তিনি আবেদন করেছিলেন। তারপর কার্ড বাতিল করার আবেদনও তিনি জানান। প্রশ্ন এখানেই কেন দলীয় কার্য্যালয়ের ঠিকানাকে ব্যবহার করে পিকের নাম কেন তালিকায় তুললো তৃণমূল?
সিপিআই(এম) ভবানীপুর ২ এরিয়া কমিটির সম্পাদক বিশ্বজিৎ সরকার জানিয়েছেন লোকসভা নির্বাচনের সময় প্রশান্ত কিশোরের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানানো হয়। কিন্তু কমিশনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
নির্বাচন কমিশন দাবি করছে ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর। উল্লেখ্য সারা বছর ধরে তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়ার কাজ হয়। প্রতি বছর নভেম্বর মাসে এই কাজ হয়। অনলাইনে চলে সারা বছর। সিপিআই(এম) সহ বামপন্থী দল গুলোর পক্ষ থেকে একাধিক বার সিইও’র দপ্তরে এবং এলাকায় এলাকায় মৃত, স্থানান্তরিত এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে আসা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
PRASHANT KISHORE
বিহারের পাশাপাশি ভবানীপুরের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম
×
Comments :0