সামাজিক ও শিক্ষাগত বিন্যাসের সমীক্ষা অংশগ্রহণ না করায় শুক্রবার ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ন মূর্তি ,তাঁর স্ত্রী লেখক এবং সমাজকর্মী সুধা মূর্তির উপর সরাসরি ক্ষোভ প্রকাশ করেন মূখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “আমরা বহুবার বুঝিয়েছি এই সমীক্ষায় শুধুমাত্র পিছিয়ে পড়া অংশের জন্য নয়। গোটা সমাজের উদ্দেশ্যে এই সমীক্ষা। তারা যদি না বুঝতে চান তাহলে কি করতে পারি? তাদের কাছে কোন ভুল তথ্যও থাকতে পারে।”
সমীক্ষার সাথে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, সমীক্ষার জন্য তাদের বাড়িতে যাওয়া হলে তারা সরাসরি অংশগ্রহণ করতে চাননা বলে জানিয়েদেন। সুধা মূর্তির তরফে এই বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজ্যের উপ- মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, তারা কাউকে সমীক্ষায় অংশগ্রহণের জন্য জোর করছি না।
কর্ণাটক হাইকোর্টের তরফে এই সামাজিক ও শিক্ষাগত বিন্যাসের সমীক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক নয় বলেই ঘোষণা করা হয়েছে। সার্ভের জন্য তথ্যসংগ্রহের সময় মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও উল্লেখ করা হয়েছে আদালতের পক্ষ থেকে।
Comments :0