Supreme Court

প্রধানবিচারপতি হিসাবে শপথ নিলেন সূর্য কান্ত

জাতীয়

সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি সূর্য কান্ত। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ তাকে শপথ বাক্য পাঠ করান। আগামী ১৫ মাস ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ৯ ফেব্রুয়ারি, ২০২৭ তারিখে এই পদ থেকে অবসর নেবেন। ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি সূর্য কান্ত। ১৯৮১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
প্রধান বিচারপতি সূর্য কান্ত ১৯৮৪ সালে হিসার জেলা আদালতে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। এরপর ১৯৮৫ সালে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে কাজ করেন। ২০০০ সালে তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হন। তারপর ২০১৮ সালে তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন।
২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হওয়ার পর, তিনি একাধিক গুরুত্বপূর্ণ রায়ের অংশ ছিলেন। যার মধ্যে রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল সম্পর্কে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে সাম্প্রতিক রাষ্ট্রপতির রেফারেন্সও অন্তর্ভুক্ত ছিলেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানি করার সময় নির্বাচন কমিশনকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের বিবরণ প্রকাশ করার জন্যও নির্দেশ দেন।

Comments :0

Login to leave a comment